Ridge Bangla

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এছাড়া, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও একই জায়গায় ঈদের জামাতে অংশ নিতে পারেন।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকেলে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। পঁয়ত্রিশ হাজার মুসল্লি এই ঈদের নামাজে অংশ নিতে পারবেন।

আরো পড়ুন