Ridge Bangla

প্রধান উপদেষ্টার বার্তা: দেশে শান্তি চাই

প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময়

আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঈদের আনন্দ ভাগ করে নিতে তিনি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং দেশ-বিদেশের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “দেশে শান্তি চাই। আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা যেন ঈদের এই বাণী মনে ধারণ করে একে অপরকে কাছে টেনে নিতে পারি। যত রকমের বিভেদ ছিল, সেসব ভুলে সমাজ, দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করতে পারি। অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই আমাদের মঙ্গল।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে তিনি নারী, প্রবাসী শ্রমিকসহ সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান এবং জাতির প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

আরো পড়ুন