Ridge Bangla

পরিবহনের চাপ নেই দৌলতদিয়া ঘাটে, স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

দৌলতদিয়া ঘাট

ঈদের ছুটি শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে যাত্রী ও যানবাহনের পারাপারে কোনো বড় ধরনের ভোগান্তি দেখা যায়নি।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ঘাটে চাপ না থাকলেও দুপুরের পর যাত্রী ও যানবাহনের সংখ্যা কিছুটা বাড়ে। তবে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ চলাচল করায় যাত্রীরা অপেক্ষা না করেই সহজে পার হতে পারছেন।

এছাড়া, পুলিশের কঠোর নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় যাত্রীরা বাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়া হয়ে কর্মস্থলে ফিরছেন।

পর্যবেক্ষণ বলছে, এবার ঈদের ছুটি শেষে ঘাট ব্যবস্থাপনায় স্বস্তির চিত্রই ফুটে উঠেছে, যা সাধারণ মানুষের যাত্রা আরও সহজ ও স্বচ্ছন্দ করেছে।

আরো পড়ুন