বিনোদন জগতে নায়িকা পরীমনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো অভিনয়ের জন্য, কখনো বা ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়। এবার ঈদে আবারও নতুন আলোচনায় উঠে এসেছেন তিনি। বেশ কিছুদিন ধরে গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেক নেটিজেনের দাবি, তারা প্রেম করছেন। যদিও পরী এবং সাদী বারবার এই সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।
তবে ঈদের দিনে অভিনেত্রী নিজের ফেসবুকে একটি মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করেন, যা নিয়ে শুরু হয় নতুন করে জল্পনা। ছবিতে স্পষ্ট দেখা যায়, মেহেদি দিয়ে হাতে লেখা হয়েছে ‘S’ অক্ষরটি। এরপর থেকেই শুরু হয়েছে নানান সমীকরণ মেলানোর চেষ্টা।
ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ ছবিতে তার হাতে একটি ক্যানুলাও দেখা যায়, যা দেখে অনেকে ধারণা করছেন- তিনি হয়তো অসুস্থ।
নেটিজেনদের অনেকেই মনে করছেন, হাতের ‘S’ অক্ষরটি শেখ সাদীর নামের প্রতি ইঙ্গিত। যদিও এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পরীমনি দেননি। তবে পোস্টের মন্তব্য ঘরে অনেকেই সরাসরি তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই মামলায় তার জামিনদার ছিলেন গায়ক শেখ সাদী। এরপর থেকেই সাদীকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন পরীমনি। যদিও দুজনই এখন পর্যন্ত জানিয়েছেন, তারা শুধুই ভালো বন্ধু।
সব মিলিয়ে ‘S’ অক্ষরের এই রহস্য এবং তাদের সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় কৌতূহলের শেষ নেই। এখন শুধু সময়ই বলব- গুঞ্জনের এই গল্প আদৌ সত্যি, নাকি নিছকই কল্পনা।