Ridge Bangla

ধামরাইয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

ধামরাইয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

ঢাকার ধামরাইয়ে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি খাদ্যপ্রস্তুতকারী কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ‘তাকওয়া ফুড প্রোডাক্ট’ নামের কারখানায় ঢুকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

কারখানার পরিচালক ওসমান মাহমুদ জানান, ঈদের দিন রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল কারখানার ভেতরে প্রবেশ করে। তারা নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে কম্পিউটার, যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল লুট করে। এছাড়া কারখানায় থাকা সাড়ে তিন লাখ নগদ টাকাও তারা নিয়ে যায়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “কারখানা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন