পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, মেহেরপুরে তিনজন, বগুড়ায় তিনজন, কিশোরগঞ্জে দুইজন, নওগাঁয় এক যুবক, ফেনীতে একজন, ফরিদপুরে একজন এবং পিরোজপুরে আরও একজন রয়েছেন।
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায়। সেখানে সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত নয়জন।
আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দুটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাকি দুর্ঘটনাগুলো দেশের বিভিন্ন মহাসড়ক ও স্থানীয় সড়কে ঘটে। প্রত্যেকটি ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘন ঘন এমন দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, নিয়ম না মানা ও যানবাহনের ত্রুটিকে দায়ী করছেন। ঈদযাত্রাকে নিরাপদ রাখতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন জনসাধারণ।