Ridge Bangla

তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহী চীন

তিস্তা প্রকল্প

প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়, যেখানে খলিলুর রহমান এ তথ্য দেন। তিনি বলেন, “ঐতিহাসিক এই বৈঠক ফলপ্রসু হয়েছে। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানি সম্পদ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে। এই বিষয়ে চীনের অবস্থান ইতিবাচক।”

ড. মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

আরো পড়ুন