ব্যান্ড পার্টির সুরে মুখর ছিল চারপাশ। তালে তালে নেচেছে শিশু-কিশোররা। ঘোড়ার গাড়ি, বিভিন্ন প্রতিকৃতি এবং মুঘল আমলের ইতিহাসের উপস্থাপন- সব মিলিয়ে ছিল এক বর্ণিল আয়োজন। এই রঙিন আয়োজনেই ঢাকায় অনুষ্ঠিত হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘ঈদ আনন্দ মিছিল’।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকাল ৯টার দিকে শুরু হয় ঈদ আনন্দ মিছিল।
মিছিলটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও, খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউ অতিক্রম করে। এরপর এটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। মিছিল শেষে তারা অংশ নেন আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে।