কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন—উখিয়ার স্থানীয় জামায়াতের আমীর নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহ্ আল-মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন সাহেদা বেগম। শনিবার সকালে উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। আজ সকালে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।