গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশার চলাচল যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির সংখ্যা। গাজীপুর এখন এক অর্থে অটোরিকশার নগরী। রাস্তার দুই পাশজুড়ে ছড়িয়ে থাকা এই যানবাহন নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে, এমনকি হাইওয়ে রাস্তায়ও বেআইনিভাবে ছড়িয়ে পড়েছে সিএনজি অটোরিকশার চলাচল।
সোমবার (৩১ মার্চ) সকালে গাজীপুরের শিববাড়ি এলাকায় বাসচাপায় এক শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা না গেলেও নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।