কেন্দুয়া উপজেলার বলাইশিমুল-ছবিলা গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় এবং পরে কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অনেকে আহত হন।
পুলিশ জানায়, বলাইশিমুল দক্ষিণপাড়া গ্রামের তাহাজ্জত মিয়া ও ছবিলা গ্রামের এজহারুল মিয়ার মধ্যে ঈদের দিন বিকেলে কথাকাটাকাটি হয়। সেই ঘটনার জেরে বুধবার এলাকায় মাইকিং করে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন।
আহতদের মধ্যে আকাশ মিয়া, মুসলিম উদ্দিন, সাখাওয়াত হোসেন, সাইদুর রহমান ও সফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আকাশ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অন্তত ৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এর মধ্যে দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে তৎপর রয়েছে।