Ridge Bangla

উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনার প্রতিবাদে রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে।

সন্ধ্যার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন আজিজুর রহমান বাচ্চু মোল্লা। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল লোক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। বাচ্চু মোল্লা এবং মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা একপর্যায়ে বাচ্চু মোল্লার ওপরও হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান।

স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে আছেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার অনেক মানুষের ক্ষতি করেছেন। তাই জনরোষে পড়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখার অজুহাতে তিনি এলাকায় আসেন। তার আগমনের খবর পেয়ে ক্ষিপ্ত এলাকাবাসী তার বাড়িতে হামলা করে। ভয় পেয়ে তিনি আগেই পালিয়ে যান। সম্পর্কে তার চাচা বাচ্চু মোল্লা হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিজেই হামলার শিকার হন।

আরো পড়ুন