Ridge Bangla

ঈদে পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ

পদ্মা সেতু দিয়ে যানজটমুক্ত পরিবেশে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সকালে পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে মোটরসাইকেল এবং যাত্রীবাহী যানবাহনের কিছুটা চাপ থাকলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় মাওয়া এবং জাজিরাপ্রান্ত দিয়ে মোট ২৭,৬৮৩টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন। টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।

শুক্রবার ভোর রাতে সেহরীর পরপর হঠাৎ করে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পারাপারের জন্য মোটরসাইকেলসহ যানবাহনের সংখ্যা বেড়ে যায়। তখন টোল প্লাজায় সাময়িক যানজট সৃষ্টি হলে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং পুনরায় নির্বিঘ্নে যানবাহন চলাচল শুরু হয়।

মোটরসাইকেলের চাপ বেশি থাকায় টোল প্লাজায় তাদের জন্য অতিরিক্ত একটি লেন তৈরি করা হয়েছে। ফলে অন্যান্য যাত্রীবাহী যানবাহনও দ্রুত টোল প্লাজা অতিক্রম করতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুর আলম সরকার জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে এবং সহজে সম্পন্ন করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের বিশেষ ৮টি ইউনিটসহ ১৬টি পেট্রল টিম কাজ করছে। এর ফলে যাত্রাপথে চুরি-ছিনতাইসহ অন্যান্য সমস্যা অনেকাংশে কমেছে।

আরো পড়ুন