ঈদের রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ইতিহাসের অন্যতম লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৮ উইকেটে হার মানে তারা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাইয়ের বোলারদের দাপটে মাত্র ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় কলকাতা, যা এবারের আইপিএলের দলীয় সর্বনিম্ন সংগ্রহ হিসেবে রেকর্ড হয়েছে। ১১৬ রানের সহজ লক্ষ্য ছুঁতে মুম্বাই ইন্ডিয়ানসের দরকার পড়ে মাত্র ১২.৫ ওভার। হাতে ছিল আরও ৪৩ বল ও ৮ উইকেট।
ম্যাচের নায়ক ছিলেন মুম্বাইয়ের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার অশ্বিনী কুমার। নিজের আইপিএল অভিষেকেই মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। এটি আইপিএলে অভিষেক ম্যাচে কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং পারফরম্যান্স। এই পরাজয়ে পয়েন্ট তালিকার একেবারে নিচে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স।