Ridge Bangla

আসছে সালমানের সিকান্দার

Sikandar

বলিউড সিনেমাপ্রেমীদের ঈদের আনন্দ এবার দ্বিগুণ করতে আসছে সালমান খান অভিনীত নতুন সিনেমা সিকান্দার, যা ৩০ মার্চ মুক্তি পাচ্ছে। ‘ভাইজান’ খ্যাত এই তারকার অভিনীত ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী।

গত ২৫ মার্চ ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র চতুর্থ দিনে প্রায় ১০ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে।

এ আর মুরুগাদস পরিচালিত এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে একজন সাহসী এবং দ্বন্দ্বপূর্ণ চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরমন যোশী, কাজল আগরওয়াল, সত্যরাজ, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।

বলিউড সিনেমাপ্রেমীরা আশা করছেন, ভাইজানের অ্যাকশন এবং থ্রিলারের মিশেলে নির্মিত এই সিনেমা এবারের ঈদে তাদের জন্য বিশেষ আনন্দ নিয়ে আসবে।

আরো পড়ুন