পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ— ‘মা’। এই শব্দের পেছনে লুকিয়ে থাকে ভালোবাসা, আত্মত্যাগ আর নিরন্তর স্নেহের এক বিশাল গল্প। সেই ‘মা’কে সম্মান জানানোর জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘মা দিবস’।
বিশেষ এই দিনে মা’কে একটু ভালোবাসা, একটু যত্ন দেওয়ার সুযোগ করে নিতে পারেন রাত পেরোনোর আগেই। মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে, যখন আন্না জার্ভিস নামের এক নারী তার প্রয়াত মায়ের স্মৃতিতে পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম মা দিবস উদযাপন করেন। এরপর থেকে এই দিনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
মা দিবস শুধু একটি উৎসব নয়, এটি মাতৃত্বের মাহাত্ম্য, মায়ের আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় সেই মানুষটিকে, যিনি আমাদের জীবনের শুরু থেকে প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন নিঃস্বার্থভাবে।
এদিন আপনি মা’র জন্য বিশেষ কোনো খাবার রান্না করতে পারেন, তাকে সময় দিতে পারেন, কিংবা যদি দূরে থাকেন, তাহলে অন্তত একটি ফোন কল দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারেন।
যদিও অনেকেই মনে করেন, মা’কে ভালোবাসার জন্য একটি আলাদা দিনের প্রয়োজন নেই, কারণ প্রতিটি দিনই হওয়া উচিত মা’কে ভালোবাসার। তবুও এই দিনটি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ এনে দেয়, যা আমাদের প্রতিদিনের অনুভবকে আরও গভীর করে তোলে।
তাই বিশ্ব মা দিবসে আমাদের একটাই প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মা যেন ভালো থাকেন, সুখী থাকেন। সন্তানের পক্ষ থেকে সেটাই হতে পারে সবচেয়ে বড় উপহার।