Ridge Bangla

কঠোর নিরাপত্তায় রাশিয়ার বিজয় দিবস উদযাপন

ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিজয় দিবস উদযাপন করেছেন। বুধবার মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এই বিশাল আয়োজনে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

নিজ ভাষণে পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধকে “বিশেষ সামরিক অভিযান” উল্লেখ করে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইয়ের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “রাশিয়ার প্রতিটি নাগরিক আমাদের সৈনিকদের পাশে রয়েছে এবং নাৎসিবাদ ও রুশবিদ্বেষের বিরুদ্ধে প্রতিরোধ চলবে।”

প্যারেডে ১১,০০০ সৈনিক অংশ নেন, যাদের অনেকেই ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা। নজরকাড়া দিক ছিল—প্রথমবারের মতো ড্রোন বহনকারী সামরিক যান প্রদর্শন, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আধুনিক যুদ্ধপ্রযুক্তির একটি প্রতিচ্ছবি।

বিজয় দিবস উপলক্ষে রাশিয়া একতরফা তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। কিয়েভ জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়া হাজার হাজার হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে।

এই আয়োজন ঘিরে রাশিয়ায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। রেড স্কয়ারের চতুর্দিকে মোতায়েন ছিল সশস্ত্র বাহিনী, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ও সার্ভেইল্যান্স ইউনিট।

পুতিনের বক্তব্যে ছিল দৃঢ় বার্তা: “রাশিয়া ছিল, রাশিয়া আছে এবং রাশিয়া থাকবে। সত্য ও ন্যায়ের পক্ষেই আমরা আছি।”

আরো পড়ুন