পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের প্রকল্প এলাকা এবং গ্রিনসিটি আবাসিক এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাসান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (৮ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা শনিবার (১০ মে) সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছায়। প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অব্যাহতির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চিঠিতে বলা হয়েছে, “তাঁদের সেবার আর প্রয়োজন নেই” এবং অব্যাহতির তারিখ ৮ মে থেকে কার্যকর হবে। প্রত্যেককে তিন মাসের সমপরিমাণ নোটিশ পেমেন্ট দেওয়া হবে। পাশাপাশি প্রকল্পের নিরাপত্তার স্বার্থে ওই ১৮ জনের প্রকল্প এলাকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
চাকরিচ্যুত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডেপুটি চিফ সুপারিনটেন্ড মো. হাসান আলী, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আবু রায়হান, রফিকুল হাসান, জয়নাল হোসেন, নাঈম আল সাকিব, আবু সাঈদ, এ কে এম আবদুল্লাহ আল আমিন, শাহ ইখতিয়ার আলম, ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান, আসিফ খান, মোহাম্মদ ইমামুল আরেফিন, মো. ইকরাম, মো. রুহুল আমীন, উপসহকারী ব্যবস্থাপক ইসমাইল হাসেন, রুবেল হোসেন ও টেকনিশিয়ান ফিরোজ আহম্মেদ।