Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় রোববার (১১ মে) অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

চিকিৎসা সূত্রের বরাতে জানা যায়, ইসরায়েলি ড্রোন ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক লোকজন ও আশ্রয়প্রার্থীরা। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুজন নিহত হন এবং আরও অনেকে আহত হন। একই শহরে পৃথক আরেক হামলায় আরও দুজন প্রাণ হারান।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবুতে হামলায় এক পিতা ও তার শিশু সন্তান নিহত হন। একই শহরের পশ্চিম প্রান্তে আরও একটি তাঁবুতে চালানো হামলায় দুই শিশুসহ চারজন প্রাণ হারান।

আল-মাওয়াসি এলাকায় দুটি পৃথক তাঁবুতে চালানো হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুজন শিশু ছিল। একই এলাকায় আরেকটি হামলায় এক শিশু মারা যায়। এক তরুণকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় এবং একটি গাড়িতে বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

এছাড়াও গাজা শহরে চালানো আরেকটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এসব অবিরাম হামলায় গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

আরো পড়ুন