Ridge Bangla

কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলের কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলে অবস্থিত টাঙ্গানিকা হ্রদের তীরবর্তী এই গ্রামে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে কাসাবা নদী উপচে পড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

সরকারি বিবৃতিতে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসক সামি কালোদজি আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র দিদিয়ের লুগানিয়ওয়া এক বিবৃতিতে বলেন, বন্যার কারণে অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। দুর্গম কাসাবা গ্রামে কেবলমাত্র টাঙ্গানিকা হ্রদপথে যাতায়াত সম্ভব হওয়ায় উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ওই অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও জরুরি যোগাযোগেও সমস্যা হচ্ছে।

এই দুর্যোগ এমন সময় ঘটল, যখন কঙ্গো রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সংকটে ভুগছে। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে। কেবল জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো দুর্গত এলাকায় জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন