টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সোমবার (১২ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। অবসরের পরদিনই স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে যান কোহলি। সেখানে তারা সাক্ষাৎ করেন বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে।
৩৬ বছর বয়সী কোহলির এই সিদ্ধান্তে ইতি ঘটল তাঁর ১৪ বছরের গৌরবময় টেস্ট ক্যারিয়ারের। তিনি ১২৩টি টেস্ট ম্যাচে ২১০ ইনিংসে ৪৬.৮৫ গড় নিয়ে করেছেন ৯,২৩০ রান। রয়েছে ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান ও একটি ২৫৪* রানের অপরাজিত ইনিংস। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকরের পর টেস্টে ভারতের পক্ষে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
বিসিসিআইকে আগেই তিনি অবসরের ইচ্ছার কথা জানান। যদিও বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিল, কোহলি তাতে সাড়া দেননি।
ভারতের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার কোহলি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ও আইপিএলে নিয়মিত খেলবেন। এর আগে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বছর শুরুতেও কোহলি পরিবার নিয়ে বৃন্দাবন সফর করেছিলেন। এবার টেস্ট বিদায়ের পর আবারও শান্তির খোঁজে ফিরলেন আধ্যাত্মিক শহরটিতে।