Ridge Bangla

আবারও কানাডায় সেরাদের দলে বাংলাদেশের সমিত সোম

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। লাল-সবুজের জার্সিতে তার আগমন নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে হামজা চৌধুরীর সঙ্গে সম্ভাব্য মধ্যমাঠ জুটি নিয়ে।

টানা দ্বিতীয়বারের মতো কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ক্যাভালরি এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার সমিত সোম। ম্যাচ উইক-৬’এর সেরা একাদশে নির্বাচিত হয়েছেন তিনি।

চলতি মৌসুমে ক্যাভালরির শুরুটা ভালো না হলেও, সময়ের সঙ্গে ছন্দে ফিরেছে দলটি ও সমিত। প্রথম তিন ম্যাচে দল দুটি হার ও একটি ড্র করলেও, পরবর্তী দুই ম্যাচে টানা জয় এসেছে। ইয়োর্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সমিত এবং জায়গা করে নেন সেরা একাদশে।

সবশেষ রোববার (১১ মে) হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ক্যাভালরি। ম্যাচটিতে ৯০ মিনিট মাঠে থেকে এক অ্যাসিস্টসহ অসাধারণ পারফরম্যান্স করেন সমিত। এটি চলতি মৌসুমে তার প্রথম অ্যাসিস্ট।

ম্যাচে তার ৮৯ শতাংশ পাস সফল ছিল। তিনি আরও দুটি বড় সুযোগ তৈরি করেন, ৫ বার বল পৌঁছে দেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে, এবং রক্ষণে ছিলেন অনবদ্য—জিতেছেন ৫টি গ্রাউন্ড ডুয়েল, করেছেন ৪টি ট্যাকল, ১টি ইন্টারসেপশন ও ১টি এরিয়াল ডুয়েল।

এই জয়ের ফলে ক্যাভালরি ৮ দলের লিগে ৫ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। ম্যাচ ডে-৬’এর সেরা একাদশে সমিতের সঙ্গে আরও জায়গা পেয়েছেন লেভি লাইং, আলি মুসে ও টবিয়াস ওয়ারচেভস্কি।

আরো পড়ুন