দেশজুড়ে তাপমাত্রা বাড়ছে হু হু করে। চলতি মৌসুমে ঢাকায় শনিবার (১০ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা এবারকার সর্বোচ্চ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ, আর ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৯.২ ডিগ্রি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বইছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহের এই প্রবণতা রবিবার (১১ মে) পর্যন্ত থাকতে পারে। তবে একইসঙ্গে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।