ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার আলোচনার প্রস্তাবকে “ইতিবাচক ইঙ্গিত” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের প্রথম শর্ত হলো একটি সম্পূর্ণ, স্থায়ী ও বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি, যা ১২ মে থেকে কার্যকর হতে পারে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে ইউক্রেনকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। আলোচনার স্থান হিসেবে তিনি প্রস্তাব দেন তুরস্কের ইস্তানবুল শহরের নাম। তবে ইউক্রেনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আলোচনার আগে অবশ্যই ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে হবে।
জেলেনস্কির উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক বলেন, “রাশিয়ার উচিত যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যকে কথার মারপ্যাঁচে লুকিয়ে না রাখা।”
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা শুরু হওয়া উচিত আলোচনার মাধ্যমেই, কোনো পূর্বশর্ত ছাড়াই।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই যুদ্ধ বন্ধে দুই দেশকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে। তবে ইউক্রেন রাশিয়ার দেওয়া শর্তে যুদ্ধবিরতিতে যেতে সম্মত নয়।