Ridge Bangla

কক্সবাজারে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকেও ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশের স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৪ জুলাই (সোমবার) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়।

জানা গেছে, ট্যুরিস্ট পুলিশে কর্মরত এক কনস্টেবলের স্ত্রী দুই শিশুসন্তানসহ বাসায় ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র ও টর্চলাইটসহ রান্নাঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে।

ঘরে ঢুকে ওই যুবক প্রথমে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ লুটে নেয়। এরপর অস্ত্রের মুখে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুরা কান্না শুরু করলে পাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন।

খবর পেয়ে স্বামী দ্রুত বাসায় ফিরে আসেন এবং পরদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

আরো পড়ুন