Ridge Bangla

দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতাঙ্গ শরণার্থী গ্রহণ করা শুরু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থী গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাতে এবং প্রাপ্ত নথির ভিত্তিতে এ সিদ্ধান্ত সম্পর্কে তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে, যেখানে এই শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আগমন উদযাপন করা হবে। এই শরণার্থীরা মূলত দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ আফ্রিকান জাতিগোষ্ঠীর সদস্য।

হোয়াইট হাউস এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS)–এর সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, প্রশাসনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকেই এই শরণার্থীদের স্বাগত জানানো শুরু হবে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই তারিখ পরিবর্তন হতে পারে, কারণ শরণার্থীদের আগমনের সময় নির্ভর করছে ফ্লাইট সময়সূচি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন নিরাপত্তা ও ব্যয়–সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে সাধারণভাবে শরণার্থী গ্রহণ কার্যক্রম স্থগিত করেছে। ফলে আফগানিস্তানসহ যুদ্ধবিধ্বস্ত অনেক দেশের শরণার্থীরা, যাদের ভিসা ও যাচাই-বাছাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল, তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না এবং এখনো বিশ্বজুড়ে শরণার্থীশিবির ও অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

নতুন এই সিদ্ধান্তে রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো বৈষম্যমূলক শরণনীতি নিয়েও প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরো পড়ুন