Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় আহত পাবনার ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত পাবনার ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় (১৭) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন (১৭) নামের দুই পরীক্ষার্থী মারা যান।

নিহত হৃদয় ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে। নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে হলেও ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের তার নানা মফিজ উদ্দিনের বাড়িতে থেকে লেখাপড়া করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন (৩১ মার্চ) দুপুরে মোটরসাইকেলে করে দুই বন্ধু বেড়াতে গিয়ে পাবনার আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নয়ন এবং রাত ১টায় হৃদয় মৃত্যুবরণ করে।

আটঘরিয়া দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং তারা ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। শিক্ষার্থী দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন