আগামী ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৮তম আসর। এ বছর বিশ্বের ১৪টি দেশের ডেনিম শিল্প সংশ্লিষ্ট কোম্পানিগুলো এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
প্রদর্শনীতে তুলে ধরা হবে বাংলাদেশের ডেনিম শিল্পের সক্ষমতা, টেকসই প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। এতে অংশ নেবেন ডেনিমপ্রেমী, আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ডিজাইনার, উৎপাদক, শিল্প বিশেষজ্ঞ ও সাসটেইনেবিলিটি নিয়ে কাজ করা স্টেকহোল্ডাররা।
অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: আমেরিকান অ্যান্ড ইফার্ড বাংলাদেশ লিমিটেড, আরগন ডেনিমস, আজগার্ড নাইন, ব্ল্যাক পিওনি, ব্লুসাইন টেকনোলজিস, ডেনিম এক্সপার্ট, হারবার্ট কান্নেগিসার, ইউনিভার্সাল ডেনিমস, সিম গ্রুপ, সিদ্দিকসন্স, পান্যা ফ্যাশন, আইওয়াইআই ইন্টারন্যাশনালসহ আরও অনেক কোম্পানি। তারা প্রদর্শন করবে বিভিন্ন ধরনের সুতা, পোশাক, কাপড়, সরঞ্জাম ও পরিবেশবান্ধব প্রযুক্তি।
প্রদর্শনীতে থাকবে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রযুক্তিনির্ভর সেমিনার এবং শিক্ষামূলক কর্মশালা। দুটি প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা ডেনিম শিল্পের ভবিষ্যৎ, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত রূপান্তর নিয়ে মতবিনিময় করবেন।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ ডেনিম এক্সপো এখন কেবল দেশীয় প্রতিভার মঞ্চ নয়, এটি এক বৈশ্বিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছে, যা উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছে।”
তিনি আরও বলেন, “ডেনিমের কোনো সীমা নেই। এই প্রদর্শনী বৈচিত্র্যময় ডিজাইন ও শিল্পের পরিবর্তনশীল ধারা উপস্থাপন করছে, যা বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান নিতে সাহায্য করবে।”
প্রদর্শনীটি ডেনিমপ্রেমী ও ফ্যাশন-সচেতন দর্শনার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা এই শিল্পের আধুনিক রূপ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।