চলতি অর্থবছরের দশম মাস এপ্রিল রপ্তানি আয়ে কিছুটা ধাক্কা খেলেও সার্বিকভাবে প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে। এ মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে, যা অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। তবে আগের বছরের একই সময়ের তুলনায় ০.৮৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে পোশাক খাত থেকে আয় হয়েছে ২৩৯ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাক রপ্তানি বেড়ে ৫.০৮ শতাংশ হয়েছে এবং আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি ডলারে। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি কমে ৪.৬৫ শতাংশ, যার আয় ১০৮ কোটি ডলার।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, “এপ্রিলে ঈদ উপলক্ষে টানা ১১ দিনের ছুটি থাকায় উৎপাদন ব্যাহত হয়, ফলে রপ্তানি আয় কিছুটা কমেছে। তবে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। মে মাস থেকে আয় আবারও স্বাভাবিক হবে বলে আশা করছি।”
ইপিবির বিশ্লেষণে আরও দেখা যায়, এ মাসে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াবিহীন জুতা ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। তবে চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও কৃষিপণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯.৮৩ শতাংশ বেশি। অর্থাৎ বছরজুড়ে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি এখনো আশাব্যঞ্জক রয়ে গেছে।