Ridge Bangla

পরীক্ষার খাতা অন্যকে দিয়ে দেখালে শিক্ষকের জেল-জরিমানা!

এসএসসি ও এইচএসসি’র মতো পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার খাতা অন্য কেউ, এমনকি শিক্ষক পরিবারের সদস্যরাও দেখলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে বোর্ড।

সোমবার (৫ মে) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “অনেক পরীক্ষক খাতা মূল্যায়নের দায়িত্ব নিজেদের পরিবারের সদস্য কিংবা শিক্ষার্থীদের দিয়ে থাকেন। গোপন সূত্রে এমন অভিযোগ পাওয়ার পরেই এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়—

  • উত্তরপত্র মূল্যায়ন একটি অত্যন্ত গোপন ও দায়িত্বশীল কাজ

  • শুধুমাত্র নির্ধারিত পরীক্ষক বা প্রধান পরীক্ষকই খাতা মূল্যায়ন করতে পারবেন

  • স্ত্রী, সন্তান, ভাই-বোন, শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তি দিয়ে খাতা দেখানো বা মূল্যায়ন আইনত নিষিদ্ধ

  • এটি ১৯৮০ সালের ৪২ নম্বর পরীক্ষা পরিচালনা আইনের অধীনে একটি গুরুতর অপরাধ

  • এমন অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে

ঢাকা শিক্ষা বোর্ড সকল পরীক্ষককে গোপনীয়তা বজায় রেখে নিরপেক্ষভাবে খাতা মূল্যায়নের নির্দেশ দিয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আরো পড়ুন