মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। এবার এই প্রকল্পের কড়া সমালোচনা করল উত্তর কোরিয়া। দেশটির দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রকল্পকে “আত্মতুষ্টি ও অহংকারের চরম উদাহরণ” হিসেবে আখ্যায়িত করেছে। পিয়ংইয়ং-এর মতে, ‘গোল্ডেন ডোম’ প্রকল্প বিশ্বকে এক বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে এবং মহাকাশে সামরিকীকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলসহ বিভিন্ন আকাশপথ হুমকি মোকাবিলায় তৈরি করা হয়েছে। ‘গোল্ডেন ডোম’ প্রকল্পটিকে যুক্তরাষ্ট্র একটি যুগান্তকারী নিরাপত্তা উদ্যোগ হিসেবে উপস্থাপন করেছে।
শুধু উত্তর কোরিয়াই নয়, চীনও এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছে। বেইজিং বলেছে, এই প্রকল্প বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করবে এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করবে।
যদিও কিছু বিশ্লেষক ‘গোল্ডেন ডোম’কে সময়োপযোগী প্রযুক্তিগত পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে প্রকল্পটি বাস্তবায়নে রাজনৈতিক জটিলতা ও বিপুল খরচ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আনুমানিক বাজেট অনুযায়ী, প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৫ বিলিয়ন ডলার, তবে প্রযুক্তিবিদদের মতে প্রকৃত ব্যয় এই পরিমাণের কয়েকগুণ হতে পারে।