তরুণ ফুটবল প্রতিভা লামিন ইয়ামাল বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখানো ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়টি প্রত্যাশিতই ছিল, তবে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল চুক্তির মেয়াদ নিয়ে।
আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫-২৬ মৌসুমে। নতুন চুক্তির ফলে ইয়ামাল এখন ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে খেলবেন।
মাত্র ১৫ বছর বয়সে ২০২৩ সালে বার্সার হয়ে অভিষেক ঘটে ইয়ামালের। গত মৌসুমে তিনি ৫৫ ম্যাচে অংশ নিয়ে ১৮টি গোল করেন এবং ২৫টি অ্যাসিস্ট করেন। বার্সেলোনার হয়ে তিনি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ামাল ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, “ইয়ামালের এই চুক্তি নবায়ন বার্সার প্রকল্পের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বিশ্ব ফুটবলে তার উত্থান বিরল এক ঘটনা, যা ইতোমধ্যেই বার্সার ইতিহাসের অংশ হয়ে গেছে।”
বার্সেলোনার পাশের শহর মাতারোয় জন্ম নেওয়া ইয়ামাল ইতোমধ্যে ১১৫টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ২৫টি গোল। তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। তিনি এখন বার্সেলোনার হয়ে ১০০টি ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও।
তরুণ এই উইঙ্গারকে অনেকেই তার প্রতিভার জন্য লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। ইয়ামালও উঠে এসেছেন বার্সার বিখ্যাত “লা মাসিয়া” অ্যাকাডেমি থেকে—যেখান থেকে উঠে এসেছিলেন কিংবদন্তি মেসি।