Ridge Bangla

১৩৩০ জনের বিশাল নিয়োগ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্প্রতি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুইটি ভিন্ন গ্রেডে মোট ১৩৩০ জন লোক নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ১৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত:

১. পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা
পদসংখ্যা: ১৫৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নে আগ্রহ, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনায় আগ্রহ থাকতে হবে।
বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: মাঠ কর্মকর্তা
পদসংখ্যা: ১১৭৫
যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: উপজেলা পর্যায়ে পিডিবিএফের সদস্যদের ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে।
বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা।
আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করতে হবে।

আরো পড়ুন