পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফকে গুলি করে হত্যার ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি নাসির রিজভী জানান, প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যাত হওয়ায় ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
মাত্র ১৭ বছর বয়সী সানা ইউসুফকে সোমবার সন্ধ্যায় তার নিজ বাসায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, হত্যাকারী পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে গুলি চালায় এবং পালিয়ে যায়। ঘটনার আগে বহুবার ওই যুবককে সানার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
আইজিপি রিজভী বলেন, “এটি একটি ভয়ংকর এবং ঠাণ্ডা মাথায় সংঘটিত হত্যাকাণ্ড। ছেলেটি দীর্ঘদিন ধরে সানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু সে প্রতিবারই প্রত্যাখ্যাত হয়।”
সানা ইউসুফ পাকিস্তানের তরুণদের কাছে বিশেষ জনপ্রিয় ছিলেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ৮ লাখের বেশি। তিনি মূলত লিপ-সিঙ্ক ভিডিও, বিউটি কনটেন্ট ও স্কিন কেয়ারের টিপস দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। মৃত্যুর মাত্র ঘণ্টা কয়েক আগে জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি।
মানবাধিকার কর্মীরা বলছেন, পাকিস্তানে প্রেম প্রত্যাখ্যানজনিত সহিংসতার হার উদ্বেগজনক হারে বাড়ছে। অতীতেও প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নারী হত্যার একাধিক নির্মম উদাহরণ রয়েছে, যা দেশটির নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।