মাত্র পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ার। এর মধ্যেই শোবিজকে বিদায় জানালেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রির অনৈতিকতা ও হতাশাজনক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
নেহা লিখেছেন, “আমি একজন শিল্পী, আর সে কারণেই শিল্প, সংস্কৃতি, অভিনয়ের সঙ্গে থাকতে চেয়েছি সবসময়। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ভালোবাসা দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। এখানে কখনও শুধুমাত্র নতুন হওয়াটাই অপরাধ হয়ে দাঁড়ায়, কখনও আবার প্রযোজকদের সঙ্গে সম্পর্ক না থাকলে কাজ পাওয়া যায় না। একজন শিল্পী হিসেবে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়। আমি আর এই বিশৃঙ্খলার অংশ হতে চাই না।”
তিনি আরও লেখেন, “আমার জীবনের পাঁচ বছর আমি ব্যয় করেছি অভিনয়ের পেছনে। চেষ্টা করেছি নিজেকে গড়ে তুলতে। কিন্তু বারবার যে অন্যায়ের শিকার হয়েছি, তাতে আর কাজ চালিয়ে যেতে পারছি না। যারা আমার কাজের মূল্যায়ন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আর যদি কারও প্রতি কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন।”
২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন নিদ্রা। এরপর বিজ্ঞাপন দিয়ে শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। পরবর্তীতে কাজ করেছেন একাধিক নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী এই অভিনেত্রী পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয় চালিয়ে গিয়েছেন সমানভাবে। সর্বশেষ তাঁকে দেখা গেছে ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’-এ।
নেহার এই ঘোষণায় অনেক ভক্ত ও সহশিল্পী বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।