Ridge Bangla

ইউক্রেনের সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জনেরও বেশি। রোববার (পাম সানডে) একটি গির্জার পথে জনসমাগমের সময় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

হামলার সময় শহরের ব্যস্ত সিটি সেন্টার এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি মিসাইল একটি যাত্রীবোঝাই ট্রলি বাসে সরাসরি আঘাত করে। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

উদ্ধারকারীরা রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী “দ্য গার্ডিয়ান”কে বলেন, “ধাক্কা লাগার ঠিক আগে আমি সরতে পেরেছিলাম। মুহূর্তেই জানালা-দরজা উড়ে যায়, কাচ ছিন্নভিন্ন হয়ে যায় বিস্ফোরণের শক্তিতে।”

প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতিক্রিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এই বর্বর হামলায় অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন। একজন বদমাশই এমন কাজ করতে পারে। রাশিয়া ঠিক এই ধরনের সন্ত্রাস চায় এবং এই যুদ্ধকে দীর্ঘ করছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, “যদি এই আগ্রাসীর ওপর আন্তর্জাতিক চাপ না বাড়ানো হয়, তাহলে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না। এই ঘটনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের পক্ষ থেকে কঠোর জবাব প্রয়োজন।”

সামরিক গুরুত্ব ও ক্ষয়ক্ষতি

সুমি শহরটি রাশিয়া সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচিত। শহরের প্রশাসন জানিয়েছে, হামলায় বহু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এই হামলা এমন সময় ঘটল যখন ইউক্রেনের জনগণ পাম সানডে উপলক্ষে গির্জায় যাচ্ছিল—যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন। এতে করে নাগরিকদের মধ্যে আতঙ্ক আরও গভীর হয়েছে।

আরো পড়ুন