Ridge Bangla

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসা ‘এক্সসেপ্ট ইসরাইল’ (Except Israel) শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, “একটি প্রজ্ঞাপন জারি করে পুনরায় পাসপোর্টে ‘Except Israel’ বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় ১৮ মার্চ সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি প্রদান করে। তিনি দাবি সমর্থন করে জানান, “এটি একটি যৌক্তিক দাবি। বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কসংক্রান্ত হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করা হয়।

এ দাবির পক্ষে বিভিন্ন সময় আন্দোলনে নামে একাধিক সামাজিক-রাজনৈতিক সংগঠন। গত ৮ এপ্রিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে পাসপোর্টে পুনরায় ‘Except Israel’ লেখার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

পরদিন ৯ এপ্রিল একই দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশও বিক্ষোভে অংশ নেয়। সর্বশেষ গত ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্রেও একই দাবি তোলে বিভিন্ন পেশার মানুষ।

আরো পড়ুন