Ridge Bangla

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাকিব, আড্ডা নাকি অন্যকিছু?

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে সাকিবকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে খোশগল্পে মেতে উঠতে দেখা যায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন সাকিব আল হাসান। এক সময় প্রতিটি তরুণ তার মতো হওয়ার স্বপ্ন দেখতেন। তবে রাজনীতিতে যুক্ত হওয়া এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে নীরব থাকায় সাকিবকে নিয়ে সমালোচনা বেড়েছে বহুগুণ।

২০১৮ সালে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থাতেই তিনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই অনেকের চোখে তিনি “খেলোয়াড় থেকে রাজনীতিবিদ” হিসেবে নিজের গ্রহণযোগ্যতা হারাতে থাকেন।

বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় সাকিবের নীরবতা এবং আন্দোলনরত ছাত্রদের ওপর নির্যাতনের বিষয়ে কোনো অবস্থান না নেওয়ায় তার প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়। পরবর্তীতে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, সাকিব আল হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতার সঙ্গে খোশগল্পে ব্যস্ত। এ বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। তবে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, “যে সময় সাধারণ ছাত্রদের রক্ত ঝরেছে, সাকিব ছিলেন নির্বিকার। এখন আবার নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা—তাহলে কি তিনি এসব কর্মকাণ্ডকে সমর্থন করেন?”

অনেকে বলছেন, একজন জাতীয় ক্রীড়াবিদ ও জননন্দিত তারকার এমন অবস্থান স্পষ্ট না করাটা দুঃখজনক। তার এমন আচরণকে কেউ কেউ ‘জনবিচ্ছিন্নতা’র প্রতীক হিসেবেও দেখছেন।

আরো পড়ুন