Ridge Bangla

৪৪–৪৭ তম বিসিএস নিয়ে পরিকল্পনা জানাল পিএসসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪ তম থেকে ৪৭ তম বিসিএস পরীক্ষার নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে সময়সূচিভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছে। আজ রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুনের শেষ সপ্তাহ থেকে ৭ জুলাইয়ের মধ্যে।

এ ছাড়া, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দ্রুত জানানো হবে এবং ১৬ জুনের পর দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ৪৪ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলতি বছরের জুন মাসের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে ২০২৫ সালের জুন মাসে।

এদিকে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ৮ আগস্ট ২০২৫ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএসের জটিলতা দূর করতে এবং প্রার্থীদের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণ, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করতে হয় বলেও জানানো হয়।

সবশেষে, প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—বিসিএস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করতে এবং শুধুমাত্র এখানকার তথ্যকেই নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করতে।

আরো পড়ুন