Ridge Bangla

পহেলা বৈশাখে অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’ নাটক

পহেলা বৈশাখ উপলক্ষে আসছে অপূর্ব ও সাবিলা নূর অভিনীত নাটক ‘ভুল সবই ভুল’। মাসরিকুল আলমের পরিচালনায় এবং ইমদাদ বাবুর লেখা গল্পে নির্মিত এই নাটকটি প্রকাশিত হবে ইউটিউবের ‘গোল্লাছুট’ চ্যানেলে।

গল্পটি আবর্তিত হয়েছে এক বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। যাদের দাম্পত্য জীবনে প্রতিনিয়ত খুনসুটি ও ভুল বোঝাবুঝি লেগেই থাকে। বিয়ের বছর ঘুরতেই স্ত্রী আবিষ্কার করেন—স্বামী একেবারে গুণহীন! এমনকি স্ত্রীর জন্মদিনটাও তার মনে থাকে না। এই ভুলে ভরা সম্পর্কের মধ্যেই ভালোবাসা, মজার ঘটনা ও হাস্যরসের গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনি।

নাটকটিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর। আরও রয়েছেন সুষমা সরকার, শমু চৌধুরী এবং শামিমা নাজনীন।

পরিচালক মাসরিকুল আলম বলেন, “এটি একটি মন ভালো করে দেওয়া নাটক। দর্শক এতে মজার একটি গল্পের সঙ্গে দারুণ বিনোদনও উপভোগ করবেন।”

নাটকটি ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে, অর্থাৎ পহেলা বৈশাখে, মুক্তি পাবে ‘গোল্লাছুট’ ইউটিউব চ্যানেলে।

আরো পড়ুন