Ridge Bangla

নববর্ষে নজরদারিতে সাইবার ওয়ার্ল্ডও: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাইবার জগতেও কড়া নজরদারির ঘোষণা দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) নববর্ষ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত অগ্রগতি জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “পহেলা বৈশাখের উৎসব ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মাঠ পর্যায়ে কড়া নজরদারির পাশাপাশি সাইবার ওয়ার্ল্ডেও আমাদের টিম সতর্ক রয়েছে।”

র‍্যাব ডিজি আরও বলেন, “আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি সবই অব্যাহত রয়েছে। কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নববর্ষের আয়োজন নিয়ে অপপ্রচার চালাতে না পারে, সে জন্য সাইবার ওয়ার্ল্ডেও নিরবিচারে মনিটরিং চলছে।”

এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলেও জানান তিনি।

নববর্ষের উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেই লক্ষ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো পড়ুন