Ridge Bangla

অভিষেক শর্মার রেকর্ডময় সেঞ্চুরির পর বাঁধভাঙা উচ্ছ্বাস

সেঞ্চুরির পর অভিষেক শর্মার বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন প্রকাশ পেল দীর্ঘ প্রতীক্ষার অবসান। এমন এক ইনিংসের জন্য যে কতটা প্রতীক্ষায় ছিলেন তিনি, সেটাই যেন বলে দিলেন মাঠে তার প্রতিক্রিয়ায়। মাত্র ২৪ বছর বয়সেই আইপিএলে বড় অঙ্কের রিটেনশন পেয়েছিলেন তিনি, ফলে প্রত্যাশার চাপটাও ছিল প্রচুর। এবারের আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না। কিন্তু পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অভিষেক যেন নিজেকে নতুন করে চেনালেন।

ম্যাচের শুরু থেকেই ছিলেন আগ্রাসী। পাঞ্জাবের বোলারদের ওপর দাপট দেখাতে শুরু করেন প্রথম থেকেই। বিশেষ করে মার্কো ইয়ানসেনের বলে হাঁকানো ১০৬ মিটার লম্বা ছক্কাটি চোখে লেগে থাকার মতো—যা চলতি আইপিএলে সবচেয়ে বড় ছয়।

মাত্র ১৯ বলে ফিফটি এবং ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এটি আইপিএল ইতিহাসে ষষ্ঠ দ্রুততম এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতক। দুর্দান্ত এই ইনিংস শেষে অভিষেক হাতে তুলে নেন একটি কাগজ, যেখানে লেখা, “This one is for orange army“।

গেল আসরেও আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়লেও সেঞ্চুরির দেখা পাননি অভিষেক। এবার পেলেন, আর সেটিও রেকর্ডগড়া পারফরম্যান্সের মাধ্যমে। পাঞ্জাব কিংসের ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদ জয় তুলে নেয় মূলত তারই ব্যাটে ভর করে। রান তাড়ার দিক থেকে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

অভিষেক খেলেন ১৪১ রানের দুর্দান্ত ইনিংস, যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংসে ১০টি ছক্কা ও ১৪টি চারের মার ছিল। সানরাইজার্সের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এবং আইপিএলের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চার হাঁকানোর রেকর্ড গড়েন তিনি।

১৯ বলে ফিফটি করা ইনিংসটি সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এর আগে তিনি আরও দু’বার ২০ বলের নিচে ফিফটি করেছিলেন। পুরো ইনিংসে মাত্র ৪০ বল খরচ করে সেঞ্চুরি করে তিনি আইপিএলের দ্রুততম সেঞ্চুরিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুধু ইউসুফ পাঠান এবং প্রিয়ানশ আরিয়া তার চেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। অভিষেক শর্মার এমন ইনিংস কেবল একটি জয় এনে দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস আর ভবিষ্যতের বড় স্বপ্ন দেখার রসদও।

আরো পড়ুন