ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের হেরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে সশস্ত্র হামলায় আট পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
নিহতরা সবাই পাকিস্তানের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন। তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং, পালিশ এবং মেরামতের কাজ করতেন। একাধিক স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে অজ্ঞাত বন্দুকধারীরা গ্যারেজে ঢুকে প্রথমে শ্রমিকদের হাত বেঁধে ফেলে, এরপর কাছ থেকে গুলি করে হত্যা করে।
ঘটনার পরপরই ইরানি নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও, নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (BNA)-র এক মুখপাত্র এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।
ইরানের স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।
তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের এক কর্মকর্তা জানান, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও ইরান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে গুলিতে নয়জন পাকিস্তানি নিহত হয়েছিলেন। তখনও এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সাময়িক কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়।
সাম্প্রতিক এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তবে উভয় দেশই তদন্ত ও শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।