মানিকগঞ্জে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সদর উপজেলার সেওতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং একই উপজেলার গোপালপুর এলাকার মৃত আয়নাল বেপারীর ছেলে জিয়াউর রহমান (৪২)।
গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, সুলতানা বেগম দীর্ঘদিন ধরে সেওতা এলাকার সোরহাব আলী মণ্ডলের বহুতল ভবনের নিচতলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখান থেকেই তিনি ও তার সহযোগী জিয়াউর রহমান মাদক ব্যবসা পরিচালনা করতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।