Ridge Bangla

মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ঘটনার ৩৫ দিন পর আজ রোববার (১৩ এপ্রিল) রাত ১০টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন যৌথভাবে এই অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

তদন্তে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যদিও হিটু শেখের স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে ধর্ষণে সরাসরি অংশগ্রহণের প্রমাণ মেলেনি, তবে তারা ঘটনার সহযোগী হিসেবে অভিযুক্ত হয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে এবং এ বিষয়ে প্রাসঙ্গিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “চারজনকেই অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

আরো পড়ুন