মার্কিন দূত স্টিভ উইটকফ শুক্রবার (১১ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেনে চলমান যুদ্ধবিরতির বিষয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
বৈঠকটি প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের মীমাংসা নিয়ে নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ক্রেমলিন সূত্র জানিয়েছে। বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ এই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। এটি ছিল চলতি বছরে পুতিন ও উইটকফের মধ্যে তৃতীয় বৈঠক।
এদিকে, আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে লেখেন, “রাশিয়াকে এগোতে হবে এক ভয়াবহ ও কাণ্ডজ্ঞানহীন যুদ্ধের দিক থেকে। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে।”
এছাড়া, ট্রাম্পের ইউক্রেনবিষয়ক দূত কিথ কেলোগের বিরুদ্ধে ইউক্রেনকে বিভক্ত করার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও কেলোগ সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন।