Ridge Bangla

ঈদ বাজারে কত আয় করল সালমান খানের সিকান্দার?

সিকান্দার

ঈদে সালমান খানের ছবি মানেই ভক্তদের জন্য বাড়তি আনন্দ। ২০২৩ সালে ঈদে মুক্তি পেয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ শামজি পরিচালিত সেই ছবিতে সালমানের বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিল ১৫.৮১ কোটি রুপি। পরবর্তীতে ছবিটির মোট আয় দাঁড়ায় ১৮২ কোটি রুপি ছাড়িয়ে। যদিও এই ছবি ঘিরে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া ছিল।

এরপর ২০২৪ সালে ঈদে সালমানের কোনো ছবি মুক্তি না পাওয়ায় ভক্তদের মাঝে একধরনের শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা কাটিয়ে ২০২৫ সালের ঈদে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই টিকিট বিক্রিতে রীতিমতো ঝড় তুলেছিল এই ছবি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে যায়।

৩০ মার্চ মুক্তির পরপরই শুরু হয়ে যায় ব্যবসার হিসাব-নিকাশ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতজুড়ে মুক্তির প্রথম দিনেই ‘সিকান্দার’ আয় করেছে ৩০.৬ কোটি রুপি, যা ২০২৩ সালের ছবির প্রথম দিনের আয়ের দ্বিগুণ। আর বিশ্বজুড়ে প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৪ কোটি রুপি।

সালমান খানের ‘সিকান্দার’ যে ঈদ আনন্দকে রঙিন করে তুলেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে ছবিটি কতদূর পর্যন্ত যেতে পারে বক্স অফিসে।

আরো পড়ুন