Ridge Bangla

লালমনিরহাট-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৭

সড়ক দুর্ঘটনা

লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট থেকে ঢাকাগামী বরকত ট্রাভেলসের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

প্রায় ৩৫ জন যাত্রী থাকা বাসে অন্তত সাতজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমরা প্রাথমিকভাবে সাতজন আহত হওয়ার তথ্য পেয়েছি, আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

আরো পড়ুন