বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সানি দেওল ‘গদার ২’-এর বিপুল সাফল্যের পর পারিশ্রমিকে বড়সড় পরিবর্তন এনেছেন। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ওই সিনেমার পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন এই অ্যাকশন তারকা। আর তারই প্রমাণ মিলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাট’-এ।
১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জাট’ সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর বাজেট ও সানি দেওলের পারিশ্রমিক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট বাজেট ১০০ কোটি টাকা হলেও এর অর্ধেক অর্থাৎ ৫০ কোটি টাকাই নিয়েছেন সানি দেওল পারিশ্রমিক হিসেবে।
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বক্স অফিসেও সিনেমাটি ভালো পারফর্ম করছে বলে জানা গেছে। দর্শকের প্রত্যাশা, ‘গদার ২’-এর মতো ‘জাট’ও বক্স অফিসে হিট ছবি হিসেবে জায়গা করে নেবে।
উল্লেখ্য, ‘গদার ২’-এর জন্য সানি দেওল পারিশ্রমিক পেয়েছিলেন ৮ কোটি রুপি। মাত্র দুই বছরের ব্যবধানে তিনি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ছয় গুণের বেশি।
সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এ তাকে দেখা যাবে প্রীতি জিনতার বিপরীতে। এই সিনেমাটিও ইতোমধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে।