ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
এ লক্ষ্যে এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত একটি চিঠি মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা (ই-রিকুইজিশন) অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এসব চাহিদা প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনে সাবমিট করেন এবং তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার যাচাই করে এনটিআরসিএ-তে পাঠান।”
তবে এসব শূন্য পদের প্রাপ্যতা যথাযথ কি না তা যাচাই করার জন্য মাউশিকে দায়িত্ব দিয়েছে এনটিআরসিএ। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী যাচাই শেষে সংশ্লিষ্ট তথ্য ৭ কর্মদিবসের মধ্যে ফিরিয়ে দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সফট কপির সর্বশেষ কলামে “Correct” অথবা “Incorrect” মন্তব্য দিতে হবে এবং বাকি তথ্য অপরিবর্তিত রাখতে হবে। এই যাচাই প্রক্রিয়ার ভিত্তিতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।